নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে খেলনা পিস্তলসহ এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতের নাম ইমাম শাহজাদা হোসেন ভাসানী ওরফে রনক জাহান (৩৫)।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ তিলপাপাড়াস্থ ৪৯৯ নম্বর বাসার পঞ্চম তলায় দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, পিস্তল রাখার কভার, একটি পুলিশ লেখা আইডি কার্ড ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত শুক্রবার খিলগাঁও থানাধীন ৪৯৯ নম্বর বাসার পঞ্চম তলায় দক্ষিণ পাশের ফ্লাটে জনৈক মো. কাওছার মিয়াকে ইমাম শাহাজাদা হোসেন ও তার অজ্ঞাত সহযোগী বলে, ‘আমি পুলিশের এএসপি।’ ওই সময় তার পাশে থাকা অজ্ঞাতনামা লোককে দেখিয়ে বলেন, ‘সে আমার দেহরক্ষী।’
শাহাজাদা তার পকেট থেকে পুলিশ আইডি কার্ড দেখিয়ে বলেন, ‘তোরা এখানে অবৈধ কাজ করিস, তোদের কাছে অবৈধ মাল আছে।’ এমন ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
মো. কাওছার মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে তারা জোরপূর্বক তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেয়। তাদের গতিবিধি সন্দেহ হলে কাওছার মিয়া তার পরিচিত মানিক ও নাজমুলকে ফোনের মাধ্যমে বিষয়টি জানালে তারা খিলগাঁও থানা পুলিশকে জানায়।
ওই সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমাম শাহাজাদা হোসেনকে গ্রেপ্তার করে। তার অপর সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।