ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নয় নভেম্বর কাতালানে গণভোট

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক263

স্পেনের কাতালান অঙ্গরাজ্যে গণভোটের ঘোষণা দিয়েছেন ওই প্রদেশের প্রেসিডেন্ট। কাতালান রাজ্যের প্রেসিডেন্ট আর্তার মাসের ঘোষণা অনুযায়ী আগামী ৯ নভেম্বর রাজ্যটিতে স্কটল্যান্ডের আদলে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে কাতালান প্রেসিডেন্টের ঘোষণায় সমর্থন নেই স্পেনের কেন্দ্রীয় সরকারের। গণভোট সম্পর্কে স্পেনের প্রধানমন্ত্রী মারিআনো রাজোই  জানিয়েছেন যে কোনো ধরনের গণভোট তিনি বাতিল করে দেবেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর কাতালানদের আঞ্চলিক পার্লামেন্টে গণভোট সংক্রান্ত একটি আইন পাস হয়। ওই আইনটির পক্ষে ভোট দেয় ১০৮ জন এবং বিপক্ষে ভোট দেয় ২৮ জন। তবে আইনটি পাস হওয়ার পর থেকেই বিরোধীতা করছে স্পেনের কেন্দ্রীয় সরকার। আইনটি পাস হওয়ার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা এ বিষয়ে সাংবিধানিক আদালতের দ্বারস্থ হবে। প্রধানন্ত্রী মারিয়ানো রাজোই দাবি করেছিলেন, গণভোট অনুষ্ঠানের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে।
স্পেনের অঙ্গরাজ্য কাতালানে প্রায় ৭৫ লাখ মানুষের বাস। তাদের ভাষা এবং সংস্কৃতি স্প্যানিশদের থেকে সম্পূর্ণ আলাদা। বহু দিন ধরেই তারা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। তবে শুরু থেকেই বিষয়টিকে চেপে দেয়ার চেষ্টা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। সর্বশেষ ২০০৬ সালেও কাতালান পার্লামেন্টে কাতালানদের আলাদা জাতি হিসেবে ঘোষণা করে। সেই ঘোষণাও বাতিল করে দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার প্রশ্নে কাতালানরা গণভোটে হ্যাঁ এর পক্ষে মত দেবে।