
তথ্যপ্রযুক্তি ডেস্ক
শনিবার ভারতে পদার্পণ করছে স্যামসাংয়ের নতুন মডেলের স্মার্ট মোবাইল ফোন গ্যালাক্সি আলফা। আগের গ্যালাক্সি সিরিজের সকল সুযোগ সুবিধা তো থাকছেই, সঙ্গে আছে চোখ ক্রেতাদের মুগ্ধ করার মতো অভিনব আউটলুক।
সবচেয়ে যেটি অবাক করা সেটি হলো, ৬.৭ মিলিমিটারের এ ফোন নির্মিত হয়েছে ভারি ধাতু দিয়ে। ধাতু দিয়ে তৈরি অভিনবত্ব ছাড়াও এটি স্যামসাংয়ের নির্মিত এ যাবত সবচেয়ে স্লিম স্মার্ট ফোন।
আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতের বাজারে পুরো দস্তুর রাজত্ব করতে শুরু করবে এ ফোন। দাম পড়বে মাত্র ৩৯,০০০ রুপি।