তথ্যপ্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল পা রাখলো ১৬ বছরে। শনিবার গুগলের সুইট সিক্সটিন বার্থ ডে সেলিব্রেশনে গুগল ডুডলের লোগোয় জানান দিচ্ছে ‘সাবালক’ হওয়ার পথে গুগল।
অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে, ‘জি’ ও ‘এল’ অক্ষরটি অন্যদের তুলনায় বেশ খানিকটা বড়।
১৯৯৭ সালের এই দিনে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে শুরু হয় গুগলের যাত্রা। এরপর আর পেছন ফিরে তাকানোর কোনো অবকাশ পায়নি গুগল। ১৯৯৬ সালের মার্চ মাসে স্ট্যানফোর্ডের পিএইচডির ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রজেক্ট থেকে মূলত এর কাজ শুরু হয়। প্রজেক্টের শিরোনাম ছিল ‘স্ট্যানফোর্ড ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট’। যার উদ্দেশ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে একটি একক, সমন্বিত বৈশ্বিক লাইব্রেরি তৈরি করা।
ল্যারি ও ব্রিন ১৯৯৫ সালে তাদের বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে কাজ করতে গিয়ে পরস্পরের বন্ধু হয়ে যান। তো এই দুই বন্ধু মিলে ওয়ার্লড ওয়াইড ওয়েবের গাণিতিক বিষয়গুলো একটা বিশাল ছকে ফেলে কাজ করতে থাকেন। এরপর তারা স্ট্যানফোর্ডের হোমপেজ থেকে আস্তে আস্তে কাজ করতে করতে একটি ‘পেইজ র্যাংক’ এলগরিদম তৈরি করেন। এই এলগরিদমের কাজ ছিল, যে জিনিসটি ওয়েবে খোঁজা হচ্ছে তার সঙ্গে সবচেয়ে সম্পর্কযুক্ত ও গুরুত্বপূর্ণ লিংক ও ওয়েবসাইটটিকে খুঁজে বের করা এবং গুরুত্বের ক্রমানুসারে সেগুলোকে সাজানো।
যে কাজ গুগল এখনো করে- আমাদের ‘সার্চ’ দেয়া শব্দগুলো খুব দ্রুত এলগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য এনে দেয়। এভাবেই একটি প্রজেক্টের মাধ্যমে জন্ম হয় গুগলের।
গুগল স্ট্যানফোর্ডের একটি ওয়েবপেইজ হিসেবেই ছিল আগে। এরপর ১৯৯৭ সালের সেপ্টেম্বরে গুগল google.com হিসেবে নিবন্ধিত হয় ও পরের বছর সেপ্টেম্বরে গুগল বাণিজ্যিকভাবে এর কাজ শুরু করে।
যদিও এই সার্চ ইঞ্জিনের জন্মদিন নিয়ে রয়েছে মতভেদ। তবে এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করত গুগল।