স্পোর্টস ডেস্ক
ইতালির হয়ে তিনটি বিশ্বকাপ আসরে খেলা আলসান্দ্রে দেল পিয়েরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলতে আগেই এসেছেন। ঘাম ঝরাচ্ছেন দিল্লি ডায়ানোমোসের সতীর্থদের সঙ্গে। ফরাসি তারকা ডেভিড ত্রেজগে তো এফসি পুনে সিটির হয়ে অনুশীলন ম্যাচে একের পর এক গোল করেছেন। শুক্রবার মুম্বাই সিটিতে যোগ দিতে চলে এসেছেন নিকোলাস আনেলকা। বিতর্কিত এই ফুটবলারের নাম সবার মনে থাকার কথা।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে ঝামেলা বাধে আনেলকাসহ বেশ ক’জনের। বিতর্ক যেমন আছে তেমনি আনেলকা পারফরম্যান্সেও আলো ছড়িয়েছেন নামি-দামী ক্লাবের হয়ে। খেলেছেন আর্সেনাল, চেলসি, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবগুলোতে।
আনেলকাকে স্বাগতম জানাতে মুম্বাই বিমানবন্দরে আগেভাগেই ব্যানার নিয়ে জড়ো হতে থাকেন সমর্থকরা। উপস্থিত ছিলেন মুম্বাই সিটি এফসি’র কোচ ইংলিশম্যান পিটার রিড। আনেলকাকে পেয়ে উচ্ছ্বসিত রিড বলেন,‘ ভারতে তোমাকে স্বাগত। আর্সেনাল, বোল্টন হয়ে এবার তুমি মুম্বাই সিটি এফসি’র।’
দলটির আক্রমণভাগের দায়িত্বে থাকবেন আনেলকা। রক্ষণভাগে গোল করার সুযোগ বন্ধ করতে যাবতীয় প্রস্তুত থাকবেন গতবার বরুসিয়া ডটমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ম্যানুয়েল ফ্রেডরিখ।
দ্বিতীয় বার ভারতে আসা ফ্রেডরিখের দুশ্চিন্তা খেলা নয় বরং আবহাওয়া নিয়ে,‘এ নিয়ে দ্বিতীয়বার ভারতে এলাম। ফুটবল নিয়ে ভারতীয়রা খুবই আবেগপ্রবণ। আপাতত ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’
মুম্বাই সিটির মালিক বলিউড তারকা রণবির কাপুর।