স্পোর্টস ডেস্ক
হঠাৎ কারেই কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন ইব্রাহিমোভিচ। দলের সেরা স্ট্রাইকারকে হারিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেই কোচ লরেন্ট ব্লাঙ্ক। তবে তার সেই দুশ্চিন্তার অবসান ঘটছে কয়েক দিনের মধ্যেই।
শনিবার বোর্ডেয়াক্সের বিপক্ষে মাঠে নামতে পারবেন না সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। তবে তারপরের ম্যাচের জন্যই ফিট হয়ে যাবেন তিনি। আর বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। বার্সা ভক্তদের জন্য এটা দুঃসংবাদই বটে। তবে সুসংবাদ পিএসজি ভক্তদের জন্য।
পিএসজি কোচ লরেন্ট ব্লাঙ্ক বলেছেন, ‘আমরা আশা করি বার্সেলোনা ম্যাচেই তাকে ফিরে পাব। তবে আরও ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করতে হবে আমাদের।’