বিনোদন ডেস্ক
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সারয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’র চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া।
এই মুহুর্তে মোস্তফা সরয়ার ফারুকী এবং জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ মিলে চূড়ান্ত করছেন মোট কতটি হলে এবং কোন কোন শহরে ছবিটি মুক্তি দেয়া হবে ।
মোস্তফা সরয়ার ফারুকীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নবাগত নূর ইমরান মিঠু, বিপিএল গার্ল শীনা চোহান, মুকিত জাকারিয়া, জি সামদানি ডন, আরজে সাব্বির এবং মৌ।
এই মুহুর্তে ছবির পরিচালক এবং তার টিম ব্যাস্ত আছেন ছবিটির অনলাইন প্রোমোশন নিয়ে । ‘পিঁপড়াবিদ্যা’ মুক্তি পাচ্ছে ২৪ অক্টোবর।