বিনোদন ডেস্ক
চ্যানেল টোয়েন্টিফোরের ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আয়োজন হিসেবে নির্মাণ হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কাব্যে ছন্দে বাংলাদেশ’। পাঁচ পর্বের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক ও লেখক মাহবুব আজিজ। আর এ অনুষ্ঠানটির মাধ্যমে টেলিভিশনের কোন অনুষ্ঠান প্রথমবারের মত উপস্থাপনা করলেন তিনি।
তিনি বলেন ,’আমি যাদের হাত ধরে বেড়ে উঠেছি; অনেক সময় মাথার বালিশের পাশে যারা থেকেছেন প্রায়ই; তাদেরকে নিয়ে, সত্যিকার অর্থেই গেল কয়েক রাত আর দিন মেতে থাকলাম। ফিরে ফিরে পড়লাম সেই সব কবিকে; যারা আমাকে মানুষ হিসেবে আরেকটু বেঁচে থাকার পরিসর করে দিয়েছেন। কবি ও কবিতা নিয়ে এরকম ব্যতিক্রমী আয়োজন অভিনব ও স্মরণীয় দৃষ্টান্ত হয়েই থাকবে বলে আমি মনে করি। ঈদের ‘ব্যাকুল’ ও ‘ব্যস্ত’ সময়ে পাঁচ জোড়া কবিকে নিয়ে আক্ষরিক অর্থেই এক মহাযজ্ঞ পরিচালনা করার জন্য চ্যানেল টোয়েন্টিফোর-এর প্রধান, কবিতা অন্তপ্রাণ হাসনাইন খোরশেদ আর তার তরুণ তুর্কীবাহিনীকে অভিনন্দন জানাই। সবমিলিয়ে আমার জন্যে ভালো লাগার একটি অভিজ্ঞতা।’
পাঁচ জোড়া কবিকে নিয়ে এ অনুষ্ঠান নির্মাণ হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুন। এ দু কবি কথা বলেছেন প্রয়াত কবি জীবনানন্দ দাশ ও আবুল হাসানকে নিয়ে। প্রতি পর্বে ছিলেন একজন করে আবৃত্তি শিল্পী। জীবনানন্দ -সৈয়দ হকের কবিতা আবৃত্তি করেছেন ভাস্বর বন্দোপাধ্যায়। হাসান-গুণের কবিতা আবৃত্তি করেছেন লায়লা আফরোজ।
সুকান্ত ভট্টাচার্য্য, শামসুর রাহমান ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নিয়ে কথা বলেছেন আল মাহমুদ ও মহাদেব সাহা এবং হেলাল হাফিজ। আবৃত্তিকার ছিলেন যথাক্রমে জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রূপা চক্রবর্তী।