ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক ২২০ হেক্টর কৃষিজমি অকৃষি খাতে চলে যাচ্ছে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিন ২২০ হেক্টর কৃষিজমি অকৃষি খাতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বেসরকারি উন্নয়ন গবেষণা ও নীতি নির্ধারনী সংগঠন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ. কে. এম মাসুদ আলী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে ‘উন্নয়ন কৌশল নির্ধারণে কৃষি খাস জমিসহ সকল কৃষি জমি সুরক্ষায় প্রয়োজন জরুরি পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ইনসিডিন বাংলাদেশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।r221কৃষিজমি সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের তাগাদা দিয়ে তিনি কৃষি ও কৃষকের স্বার্থ (বিশেষত প্রান্তিক, আদিবাসী, নারী ও ভূমিহীন কৃষকের স্বার্থ) মাথায় রেখে বহুপাক্ষিক অংশগ্রহণের মাধ্যমে ভূমি ব্যবহার নীতিমালার চূড়ান্ত রূপ দানের আহ্বান জানান।
পাশাপাশি বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষি জমি তথা কৃষি খাস জমির সুরক্ষা নিশ্চিতকল্পে সরকারের কার্যকর উদ্যোগের উপরও জোর দেন মাসুদ আলী।
প্রস্তাবিত ভূমি ব্যবহার নীতমালার আওতায় কৃষি জমি (খাস জমিসহ) সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন ২২০ হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। সরকারের উন্নয়ন কৌশলে কৃষির প্রতি তথা কৃষিনির্ভর জনগোষ্ঠীর প্রতি যে বিরুপ দর্শন প্রতিফলিত হচ্ছে তা থেকে বেড়িয়ে আসার জন্য কার্যকর নীতি ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইনসিডিন বাংলাদেশের নীতি ও আইন পরামর্শক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান আলম, তারিকুল হাসান।