নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় এবার র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সরকার গঠিত তদন্ত কমিটি।
আগামীকাল সোমবার বেলা আড়াইটায় তাকে সচিবালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের নির্দেশে গঠিত এই প্রশাসনিক তদন্ত কমিটির এক সদস্য।
তিনি জানান, তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে র্যাবপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এই কমিটি এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছে।
কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডে র্যাবের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
র্যাবে থাকা সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের এমপি শামীম ওসমান এবং সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।