নিজস্ব প্রতিবেদক
সিলেটের হরিপুর, কোম্পানীগঞ্জ, গোয়ানইঘাট, সালুটিকর এলাকার ৩৩ জন হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সি তাদেরকে হজে পাঠাতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তারা। এ ঘটনায় রোববার মেসার্স বুশরা ইন্টারন্যাশনাল ট্রাভেলস ঘেরাও করে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।
হজযাত্রী আনোয়ারুল হক, মুহিবুর রেজা চৌধুরী, আজমল হোসেন জানান, সিলেটের বিভিন্ন এলাকার ৩৩ জন হজে যাবার জন্য মেসার্স বুশরা ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মাওলানা সালেহ আহমদকে ৩ লাখ ২০ হাজার টাকা করে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে হজ ফ্লাইটের কথা বলে এই ৩৩ জন যাত্রীকে সিলেট ওসমানী বিমানবন্দরে নিয়ে আসা হয়। কিন্তু হজযাত্রীদেরকে ওইদিন পাঠানো হয়নি। এরপর শুক্রবার, শনিবার ও রোববার সকালে পাঠানোর কথা বলা হলেও ট্রাভেলসের কাউকে না পেয়ে হজযাত্রীরা ওই ট্রাভেলসে এসে ঘেরাও করে বিক্ষোভ করেন।
বুশরা ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মাওলানা সালেহ আহমদের অফিসে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে তাকে ফোন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মাগরিবের নামাজের পর সমাধান হয়ে যাবে।’