ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তারের পর ছাত্রদল সম্পাদক হাবিব ৩ দিনের রিমান্ডে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৮, ২০১৪ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

Habibনিজস্ব প্রতিবেদক

পুলিশের কর্তব্যকাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপসংক্রান্ত রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে তিন দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজামান নুর উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আজিম হাবিবকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আজিম জানান, গত ২২ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ মিছিল করতে নিষেধ করলে তারা হত্যার উদ্দেশে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এ ব্যাপারে শাহবাগ থানায় দায়ের করা মামলায় হাবিবকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।