ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদর বিচার ঠেকানো যাবে না: প্রধানমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৮, ২০১৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

PMপাঞ্জেরী ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “একটা-দুইটা হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদর বিচার ঠেকানো যাবে না। বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছেন। বিএনপি আবার ক্ষমতায় এলে বাংলাদেশের যে কী অবস্থা হতো, তা ভাবলেই ভয় হয়।” শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী রাজনীতিকদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করে। শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনাটি দেয়া হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, “যারা হাওয়া ভবন-খাওয়া ভবন করে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।” কোনো অন্যায় ও দুর্নীতি মেনে না নেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে অন্যায় করিনি, তা মেনে নেবো না।”
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলে, “আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি প্রমাণ করা যাবে না। এখনো সেটাই হয়েছে। আমরা নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করবো।” শেখ হাসিনা বলেন, “আমাদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অনেকেই চেষ্টা করেছেন। তবে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করবো না।”
সংবর্ধনায় প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রবাসীদের সামনে তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। যেসব প্রবাসী বাংলাদেশির আমেরিকার নাগরিকত্ব রয়েছে, তারা ঢাকা বিমানবন্দরে নেমেই ‘অন অ্যারাইভাল ভিসা’ পাবেন বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় শনিবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিশ্ব শান্তির পথে প্রধান অন্তরায়। একই সঙ্গে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আবারো বিশ্ববাসীর কাছে আহাবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।