ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে সূচক বেড়েছে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৮, ২০১৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

Stock-Exchangeঅর্থনৈতিক প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে এক হাজার ১০১ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি  কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-মবিল যমুনা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, বেক্সিমকো, গ্রামীণফোন, একটিভ ফাইন, তিতাস গ্যাস, আরএসআরএম স্টিল ও বিএসআরএম স্টিল। অন্যদিকে রোববার সিএসইতে সাধারণ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।