বিনোদন ডেস্ক
এতদিন উপস্থাপিকারা মিষ্টি মধুর কথা বলে দর্শকদের মন জয় করতেন। কিন্তু সময় পাল্টেছে। তাই উপস্থাপিকারা এবার নাচও দেখাবেন। আসছে ঈদে ‘অ্যাংকর স্টেপ’ নামের একটি অনুষ্ঠানে নাচবেন দেশ সেরা পাঁচ উপস্থাপিকা। ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল নাইনে নির্মাণ করেছে বিশেষ নৃতানুষ্ঠান ‘অ্যাংকর স্টেপ’।
তানজিলের কোরিওগ্রাফিতে এতে অংশ নিবেন মুনমুন, নুসরাত ফারিয়া, আমব্রিন, পূজা এবং সামিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাইফ উদ্দিন রিফাত এবং সাইফুর রহমান সুজন। অনুষ্ঠানটি ঈদের তৃতীয়দিন রাত ৮টা ৫০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে।