ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
নেশাগ্রস্থ ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে নিয়েছেন বাবা মোস্তফা মিজির। শুধু তাই নয়, বাবার অভিযোগের প্রেক্ষিতে ছেলে সুমন মিজিকে (২২) এক মাসের কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালত হাজির করা হলে এ আদেশ দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম।
এলাকাবাসী জানান, উপজেলার প্রত্যাশী গ্রামের মোস্তফা মিজির ছেলে সুমন মিজি গত কয়েক মাস যাবত নেশাগ্রস্থ হয়ে পড়েন। নেশার টাকার জন্য সে তার বাবা-মায়ের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। এমনকি তাদের মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন তিনি।
ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শনিবার সন্ধ্যায় সুমনকে তার বাবা স্থানীয়দের সহায়তায় থানায় সোপর্দ করেন। সোমবার দুপুরে তাকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত বাবার আর্জি শুনে সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া একই সময় আদালত মাদকদব্য বহন, বিক্রয় ও সেবনের অভিযোগে লিটন দরবেশ (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেন।