অর্থনৈতিক প্রতিবেদক
হজ, ঈদ ও পূজার কারণে অনেক দরদাতা রিটার্ন দাখিল করতে না পারায় সময় বাড়িয়েছে সরকার। ২ নভেম্বর পর্যন্ত এখন রিটার্ন জমা দেয়া যাবে। আগে এই সময় ছিল ২ অক্টোবর পর্যন্ত।
জানা গেছে, হজ, ঈদ ও পূজার কারণে অনেক করদাতা আয়কর বিবরণী জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর বিবরণী জমার সময় বাড়িয়েছে সরকার।
এনবিআরের হিসাবে, বর্তমানে সারাদেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন। তবে নিয়মিত আয়কর দেন ১৪ লাখ ৯ হাজারের বেশি মানুষ।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়ার বিধান থাকলেও বিভিন্ন কারণে প্রতিবারই শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়।
গত বছরও একই কারণে কয়েক দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নেয়া হয়।
এ বছর ৩১ অক্টোবর শুক্রবার ও ১ নভেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় ২ নভেম্বর রোববার পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।