নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উগ্রপন্থি ইসলামিক স্টেট (আইএস) ও নুসরা ফ্রন্টের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তার নাম সামিউন রহমান ওরফে ইবনে হামদান। রাজধানীর কমলাপুর থেকে সোমবার সকালে তাকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পাঠানো এসএমএসের মাধ্যমে জানা যায়। তবে কখন ও কীভাবে আটক করা হয়েছে তা জানানো হয়নি।
এদিকে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।