ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রেলে ২৭০টি নতুন কোচ আসছে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

রেলবহরে খুব শিগগির ২৭০টি নতুন কোচ যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর মধ্যে এডিবির অর্থায়নে আসবে ১৫০টি আর ভারতের অর্থায়নে আসবে ১২০টি।’
সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের শতভাগ সেবা দানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি ভারতকে বাংলাদেশের সবসময়ের সহায়ক বন্ধুরাষ্ট্র বলেও উল্লেখ করেন।mujibul-haque
মন্ত্রী বলেন বলেন, ‘ই-টিকেটিং এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মানুষ যাতে নিরাপদে ঘরে ফেরার পাশাপাশি উৎসব শেষে কর্মক্ষেত্রে সময় মতো ফিরে আসতে পারে তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।’
তিনি জানান, সারাদেশে প্রতিদিন আড়াই লাখ টিকেট বিক্রয় করা হচ্ছে। এছাড়াও একশ ৩০টি কোচ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে রেল বিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এবং মলম ও অজ্ঞান পার্টির হাত থেকে যাত্রীদের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।’
কাউন্টার থেকে টিকিট দেয়ায় বিলম্ব হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে মজিবুল হক বলেন, ‘অনভিজ্ঞতা ও বয়সের কারণে কিছু কাউন্টার মাস্টার টিকিট দিতে দেরি করছে। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেরিতে টিকিট দিচ্ছে- এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে অপসারণ করে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।’
মন্ত্রী এসময় রেলবিভাগের বিরুদ্ধে সব অভিযোগের মূল কারণ হিসেবে আমাদের সীমিত সম্পদকে দায়ী করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রেল মন্ত্রালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী শিকদার, রেলের মহাপরিচালক তোফাজ্জল হোসেন প্রমুখ।