ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তার সঙ্গে সম্পর্ক রাখা আত্মঘাতের শামিল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খানের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন শওকত হোসেন আহমেদ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এমন কথা বলেন।
এতে বলা হয়, তথাকথিত বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ ১৪ দলে যুক্ত হওয়ায় প্রমাণ করে যে তিনি বুর্জোয়া লেজুরবৃত্তি-সুবিধাবাদী রাজনীতি করছেন। এমন বাম নামধারী নেতার সঙ্গে সম্পর্ক রাখা আত্মঘাতের শামিল।Basad
বাসদ নেতা শওকত হোসেন আহমেদ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি পার্টির আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা, দলের নামে অর্থ সংগ্রহ করে তা তহবিলে জমা না দেয়া ও রণকৌশলবিরোধী বক্তব্য দেয়ায় রেজাউর রশিদ খানকে পার্টির সকল স্তরের সদস্য থেকে বহিষ্কার করা হয়েছিল।’
তিনি বলেন, ‘রেজাউর রশিদ খান এসব আলোচনাকে আড়াল করে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভুল বুঝিয়ে আলাদা বাসদ গড়ে তোলেন। যার সঙ্গে ঘটনাচক্রে আমিও যুক্ত ছিলাম। আমরা মূলত চেয়ে ছিলাম সমাজতন্ত্র-সাম্যবাদের লক্ষ্যে ঐক্যবদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী পার্টি ও জোট গড়ে তুলতে। কিন্তু রেজাউর রশিদ খান বাসদের আহ্বায়ক দাবি করে (বাসদ-মাহবুব) মার্কসবাদ, লেলিনবাদের ভিত্তিতে সমাজতন্ত্র সাম্যবাদের ধারা থেকে বিচ্যুত হয়ে বুর্জোয়া লেজুরবৃত্তি সুবিধাবাদী রাজনীতি অব্যাহত রাখেন।’
তিনি আরো বলেন, ‘দলের প্রধান আ ফ ম মাহবুবুল হক বর্তমানে কানাডায় চিকিৎসাধীন। তার অনুপস্থিতিতে একজন ভারপ্রাপ্ত আহ্বায়কের নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে। আমি মাহবুবুল হকের নেতৃত্বাধীন বাসদের সঙ্গে আগামী দিনে লড়াই সংগ্রামে যুক্ত থাকবো।’