আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের ‘জাতীয়তাবাদীরা’ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের গুরুত্বপূর্ণ স্থানে উঁচু বেদির ওপর স্থাপিত অবস্থিত ভ্লাদিমির ইলিচ লেনিনের বিশাল ভাস্কর্য ভূপাতিত করেছে। ভাস্কর্যটির পায়ের কাছে বেদিতে প্রথমে অগ্নিসংযোগ করা হয়। পরে সিটেকে দড়িতে বেঁধে টেনে নামানো হয়। এ সময় উপস্থিত জনতাকে আনন্দিত দেখা গেছে।
উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন রাষ্ট্রপতি ভিক্তর ইয়ানুকোভিচকে উৎখাতের সময় লেনিনের মূর্তিটিকে রূশপন্থীদের রক্ষা করতে প্রবৃত্ত অবস্থায় দেখা গেছে। সে সময়ে খারকিভ রুশপন্থী অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ‘জাতীয়তাবাদীদের’ পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করা হচ্ছিল। অবশেষে সেপ্টেম্বরে তা বাস্তবে পরিণত হয়েছে।
তবে লেনিনের মূর্তির প্রতি এটি কোন আকস্মিক আক্রমণ নয়, বরং কর্তৃপক্ষ কর্তৃক বৈধকৃতিই বলা চলে।রোববার ইউক্রেনপন্থী জাতীয়তাবাদের সমর্থকদের একটি বিশাল অংশ খারকিভে সমবেত হয়ে এক সমাবেশ আয়োজিত করে যার শিরোনাম- ‘খারকিভ ইউক্রেনের।’ এ সময় প্রাদেশিক শাসনকর্তা ইহর বালুতা লেনিনের মূর্তিটিকে ভূপাতিত করার লিখিত অনুমতি প্রদান করেন।
ইতোপূর্বে রাজধানী কিয়েভের স্লেজহ্যামারে ২০১৩ সালের ৮ ডিসেম্বর লেনিনের আরও একটি মূর্তি ভাঙা হয়। সে সময় ভিক্তর ইয়ানুকোভিচবিরোধী আন্দোলন ক্রমশ ঘনীভূত হয়ে উঠছিল।