ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগ বাড়ছে সঞ্চয়পত্রে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক

চলতি অর্থবছরের প্রথম দুই (জুলাই-আগস্ট) মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ বেড়েছে ৬২ শতাংশ আর নিট বিনিয়োগ বেড়েছে ২২৮ শতাংশের বেশি।
রোববার জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সঞ্চয় পরিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের গত দুই মাসে (জুলাই-আগস্ট) মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৬ হাজার ২৭১ কোটি ৮৫ লাখ টাকা। আর আগের অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ২ হাজার ৮৬৯ কোটি ৫৭ লাখ টাকার।
এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের আসল-সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৩ হাজার ৭২৬ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে নিট সঞ্চয়পত্রের বিক্রির পরিমাণ হচ্ছে ৪ হাজার ৩২৮ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২২৮ দশমিক ৭১ শতাংশ বেশি।q0p2cluy
বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বিনিয়োগে ভাটা আর অন্যদিকে গ্রাহকদের সঞ্চয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর হাতে জমেছে প্রচুর নগদ অর্থ (তারল্য)। লোকসান এড়াতে ও গ্রাহকদের সঞ্চয়ে অনুৎসাহিত করতে ব্যাংকগুলো আমানতে সুদের হার কমাতে বাধ্য হচ্ছে।
অন্যদিকে সঞ্চয়পত্রে সুদের হার বেশি হওয়ায় মানুষ অধিক মুনাফার আশায় ব্যাংকের পরিবর্তে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। তাছাড়া পেনশনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করমুক্ত রাখায় এ খাতে বিনিয়োগ বাড়ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দীন বলেন, ‘বিনিয়োগ বেড়ে যাওয়া খারাপ না। তবে দেখতে হবে সে টাকাটা অলস পড়ে রয়েছে কি না। এটাকে কাজে লাগাতে হবে।’ তিনি আরও বলেন, ‘তারল্য জমিয়ে না রেখে তা খাত দেখে দেখে ঋণ দেয়া উচিত।’
উল্লেখ্য, সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে গত বছরের মার্চ মাস থেকে সুদের হার কিছুটা বাড়িয়েছে সরকার। পরিবার, পেনশনার, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, ডাকঘর ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার ১ শতাংশ থেকে ক্ষেত্রবিশেষে ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাছাড়া পেনশনার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করমুক্ত রেখেছে সরকার।
বর্তমানে ডাকঘর সঞ্চয়পত্রের সুদের হার ১৩ দশমিক ২৪ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১৩ দশমিক ৪৫ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ১৩ দশমিক ১৯ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ১২ দশমিক ৫৯ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদহার ১৩ দশমিক ১৯ শতাংশ বিদ্যমান রয়েছে।