স্পোর্টস ডেস্ক
তা হোক জীবনের ক্যানভাস, কিংবা খেলাধূলার ময়দান। বয়সের কাছে হার মানতে হয় সবাইকেই। ক্লান্ত হয়ে এক পর্যায়ে যতি চিহ্ন টানতে হয় ক্যারিয়ারে।
কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি প্রচলিত এই রীতিনীতির একটু উর্ধ্বে। হ্যাঁ, ফিফা বর্ষসেরা ফুটবলার নাকি একটু ভিন্ন জাতের। সেজন্য বয়স তাকে থামাতে পারবে না! অন্তত রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কিংবদন্তি জর্জ ভালদানোর বিশ্বাস এমনটাই।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩০ বছরে পা রাখবেন রোনালদো। সেই অবস্থায় রোনালদোর গোলবন্যা কী থেমে যাবে? অনেকের মনে শংসয় থাকলেও জর্জ ভালদানোর মনে কোনো শঙ্কা নেই। তিনি নিশ্চিন্ত সিআরসেভেন আরো অনেকদিন লস ব্লাঙ্কোসদের হয়ে গোলধারা অব্যাহত রাখবেন।
সাবেক আর্জেন্টাইন তারকার ভাষ্য, ‘ফুটবলে বয়স সাধারণত বড় একটা ফ্যাক্টর। কিন্তু রোনালদো একটু ব্যতিক্রমী। এমনকি বয়সের ক্ষেত্রেও। তাই এটা তার জন্য বড় কোনো বাধা নয়।’ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরো বলেন, ‘রোনালদোই একমাত্র খেলোয়াড় যে আক্রমণ ভাগের প্রত্যেকটি পজিশনে খেলার সামর্থ্য রাখে।’