স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টির ‘অনিশ্চয়তার তত্ত্ব’কে তুড়ি মেরে উড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল আর চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলে ২০ ওভারি ক্রিকেটে টানা ১২ ম্যাচ জিতে অনন্য এক রেকর্ড গড়েছে তারা। সেজন্য আত্মবিশ্বাসের সাগরে ভাসছে গৌতম গাম্ভীরের দল।
এই অবস্থায় সোমবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দল ডলফিনসের মুখোমুখি হচ্ছে কেকেআর। সেক্ষেত্রে সোমবারসীয় মহারণে ইউসুফ পাঠান-রায়ান টেন ডয়েসকেটদের দল আজ কী কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন?
কেননা কেউ বলছেন কেকেআরের ভিত্তিমূল হলো সুনীল নারিন। আর কেউবা বলছেন গৌতম গাম্ভীরের মূল শক্তি কুলদীপ যাদব-নারিন স্পিন বিষ। এই জুটিকে সরিয়ে দিলেই শাহরুখ খানের দল মুখ থুবড়ে পড়বে। তবে এই দুই মতের বিরুদ্ধবাদীদের সংখ্যাও কম নয়। অনেক কেকেআর সমর্থকের দাবি, তাদের প্রধান শক্তি টিম কম্বিনেশন ও বৈচিত্র্যতা। তাই কখনো ত্রাতা হিসেবে আর্বিভূত হচ্ছেন রায়ান টেন ডয়েসকেট, কখনো সূর্য কুমার যাদব কখনোবা ক্ষ্যাপাটে আন্দ্রে রাসেল। দলের প্রয়োজনের সময় কেউ কেউ না কেউ জ্বলে উঠছে।
এই অবস্থায় ভিন্ন দুই চিত্রপট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে কেকেআর ও ডলফিনস। এক দল ইতিমধ্যেই নকআউট পর্বে নাম লিখিয়েছে। আর অন্য দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অর্থাৎ, কলকাতা সেমিতে নিশ্চিত কিন্তু প্রোটিয়া দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠেয় আজ রাতের খেলায় নির্ভার কলকাতা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন। দলটির টিম ম্যানেজম্যান্ট থেকে এমন আভাস পাওয়া গেছে।