স্পোর্টস ডেস্ক
এই গ্রীষ্মে জাবি আলোনসো বায়ার্ন মিউনিখে নাম লেখালে অনেকে চমকে উঠেছিল!
প্রশ্ন উঠছিল- একজন তাজা প্রাণ রক্তকে (টনি ক্রুস) ছেড়ে বাভারিয়ানরা কেন একজন ‘বুড়ো’ স্প্যানিয়ার্ডের দিকে ঝুঁকছে। বছর না ঘুরতেই এসব আতিপাতি ও কানাঘুষাকে একেবারে থামিয়ে দিয়েছেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আলোনসো। আর সেটা নিজের সামর্থ্য দিয়েই। কেননা এখন যে জার্মান চ্যাম্পিয়ন দলটির নিউক্লিয়াস হয়ে দাঁড়িয়েছেন তিনি। গড়ছেন রেকর্ডও।
রোববার বায়ার্নের হয়ে নিজের পঞ্চম ম্যাচে ২০৬টি পাস খেললেন আলোনসো। যা বুন্দেস লিগায় যা একটি রেকর্ড। শনিবার এফসি কোলনের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে সাবেক স্প্যানিশ তারকা এই রেকর্ড গড়লেন৷ জাবির আগে এই রেকর্ড ছিল আরেক স্প্যানিশ ফুটবলার থিয়াগো আলকান্ত্রার দখলে। চলতি বছরের শুরুতে ফ্রাঙ্কফুটে সাবেক বার্সা তারকা খেলেছিলেন ১৮৫টি পাস।