ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটে ফিরলেন নাদির শাহ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

Nadir-shaস্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞার ১৮ মাস পর ফের ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করলেন বাংলাদেশী আম্পায়ার নাদির শাহ।
সেপ্টেম্বরের ২৭ তারিখে ঢাকার প্রথম বিভাগ ঘরোয়া টি-টোয়েন্টির একটি ম্যাচ পরিচালনা করেন তিনি। যিনি এর আগে ক্রিকেট দুর্নীতির দায়ে ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন।
২০১২ সালে এক টিভি স্টিং অপারেশনে দোষী অভিযুক্ত হওয়ায় পরের বছরের মার্চ মাসে ক্রিকেট থেকে নির্বাসিত হন নাদির। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সর্বশেষ চার মাসে বিষয়টিতে আইসিসির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে তারা। অবশ্য, এই ম্যাচ পরিচালার দায়িত্ব দেয়ার অর্থ এই নয় যে নাদির শাহের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
অপরদিকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক মুখপত্র বলেন, ‘নাদির শাহকে বিসিবি ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল, আইসিসি নয়। সুতরাং এটা আইসিসি কিংবা আকসুর কোনো বিষয় নয়। যেহেতু নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি, সুতরাং এটা তাদেরই আলোচ্য।’