ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সরকার বিএনপি’র আন্দোলনের হুমকিতে বিচলিত নয়-ওবায়দুল কাদের

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

minister-picআবুল হায়াত বাচ্চু, সাভার

বিএনপি’র আন্দোলনের হুমকিতে সরকার বিচলিত নয়। দলটি অদূর ভবিষ্যতে গণআন্দোলন করতে পারবে এটা সরকার বিশ্বাস করে না। সোমবার সকালে রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়া নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে একটি ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক উগ্রবাদী কিছু সংগঠনের এজেন্ট তাদের নেটওয়ার্ক বাংলাদেশে স্থাপনের চেষ্টা চালাচ্ছে-সরকারের কাছে বর্তমানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা তৎপর রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘœ করতে সওজের কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক সংস্কারে কংক্রিট বেজমেন্ট সংস্কার না হওয়া পর্যন্ত জোড়াতালি দিয়েই চলতে হবে। তারপরও ঈদ ও পূজা উপলক্ষে যানজট নিরসনে সড়ক-মহাসড়গুলোকে চলাচলে উপযোগী করা হয়েছে। এরপরও যে সকল মহাসড়কে সংস্কারের ঘাটতি রয়েছে সেগুলো ঈদ ও পূজার আগেই ঠিক হয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রীর সাথে ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, আশুলিয়া সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ, আশুলিয়া থানা আওয়ামী লীগ নেতা মেহদেী মাসুদ মঞ্জুসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।