ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির বোর্ড সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

PP-Dr-Nazrulঢাকা :

বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট এবং ফ্যাকাও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার হংকংয়ে অনুষ্ঠিত সোসাইটির ২য় বার্ষিক সম্মেলনে একই সঙ্গে তাকে বাংলাদেশের প্রতিনিধিও নির্বাচিত করা হয়। ২০ সদস্যের নির্বাহী বোর্ডে এ অঞ্চলের প্রতিনিধি দেশের একজন করে প্রতিনিধি রয়েছেন।
অধ্যাপক নজরুল ইসলাম বারডেম হাসপাতালের চক্ষু বিজ্ঞান বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ চক্ষু হাসপাতালের সিনিয়র গ্লুকোমা কনসালটেন্টও।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর চক্ষু বিজ্ঞানে ডিপ্লোমাসহ এমসিপিএস ও এফসিপিএস করেন। তিনি ফ্যাকাও গ্লুকোমা  বিষয়ে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। অধ্যাপক নজরুল গ্লুকোমায়  আক্রান্তদের সেবাদানের পাশাপাশি এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।