
নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আরও একটি মামলা থেকে দায়মুক্তি পেলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। এ নিয়ে কমিশনের দায়ের করা পাঁচটি মামলা থেকে অব্যাহতি পেলেন ইউসুফ আলী মৃধা।
দুদক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অন্য দিকে একই মামলায় ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
উল্লেখ্য, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতয়ালী থানায় ওই মামলাটি (মামলা নং-৩৩) দায়ের করা হয়েছিল। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি এ মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।