ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মবিল কিনলেই মোবাইলে টাকা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

Mobilঅর্থনৈতিক প্রতিবেদক

মবিল স্পেশালের চার অথবা পাঁচ লিটারের ক্যান কিনলেই প্রতিটি ক্যানের সঙ্গে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত মোবাইল টক টাইম দেবে এমজেএল বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহম্মদ সানাইল হক।
সংবাদ সম্মেলনে সানাইল হক বলেন, ‘মোবিল স্পেশালের সর্বজন গ্রহণযোগ্যতা ও এর বিপুল জনপ্রিয়তার কথা চিন্তা করেই ৪ ও ৫ লিটার ক্যানের মাধ্যমে আমাদের ভোক্তা সাধারণকে পুরস্কার হিসেবে এই টকটাইম অফার। যে কোনো মোবাইল অপারেটর থেকে ক্রেতাদের ক্যানের গায়ে স্টিকারের কালো অংশ ঘষে ১৬ অংকের কোডটি ৩৬৯০ নম্বরে এসএমএস করতে হবে। এরপর তিনি পাবেন একটি নিশ্চিতকরণ এসএমএস। কোডটি সঠিকভাবে যাচাই হওয়ার পরই সেই নম্বরে ৫০ টাকা থেকে সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত টক টাইম রিচার্জ পেয়ে যাবেন। এই সুবিধা চলতি বছরের শেষ দিন পর্যন্ত থাকছে।’
এমজেএল বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক এম মুকুল হোসেন বলেন, ‘ক্রেতা স্বার্থ রক্ষার্থে আমরা আমাদের কিছু পণ্যে সিকিউরিটি সিলযুক্ত করে তাদের সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছি। নকল রোধক প্রযুক্তি ব্যবহার করে আমেরিকান সিকিউরিটি সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিএম এই সিকিউরিটি সিলটি তৈরি করেছে, যা নকল করা সম্ভব নয়।’
সংবাদ সম্মেলনে কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা মো. আহসান কবির, ব্যাবস্থাপক (অটোমটিভ লুব) মো. আরিফুল করিম এবং ব্র্যান্ড ব্যবস্থাপক সাবরিনা সাদেক উপস্থিত ছিলেন।