নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়াতে দেশটির শিক্ষামন্ত্রী ও পার্লামেন্টের সংসদ নেতা ক্রিস্টোফার পাইনের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাক্ষাৎ করলে এ আশ্বাস দেন তিনি।
শিক্ষামন্ত্রী নাহিদ সেখানে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ও টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালি ভৌমিক। এসময় অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনসহ অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বিগত সাড়ে ছয় বছরে বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরে উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও গবেষণা বিষয়ে বন্ধুপ্রতীম অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। তখন পাইন বাংলাদেশের রাষ্ট্রদূত হোসেনকে এ বিষয়ে প্রস্তাব পাঠাতে বলেন। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্যোগ নেয়ার নির্দেশ দেন তিনি।
এসময় দেশটির শিক্ষামন্ত্রী ক্রিস্টোফার পাইন বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নারী শিক্ষা, বিনামূল্যে বই প্রদান, শিক্ষাক্রমের যুগোপযোগীকরণের প্রভুত প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষাখাতে সম্ভাব্য সব সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
প্রতিনিধিদল বুধবার অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিচার্স এডুকেশন কাউন্সিল পরিদর্শন করবে।