নিজস্ব প্রতিনিধি
ঢাকা: ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মোসলমানদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে। তবে সামনে ঈদ ও পূজা থাকায় হরতালের মতো কঠিন কোনো কর্মসূচি দেয়া হবে না।
লতিফ সিদ্দিকীর শাস্তি ও মন্ত্রিসভা থেকে তাকে প্রত্যাহারের দাবিত বিক্ষোভ কর্মসূচির চিন্তা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি, রাতে বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।