ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘লতিফ সিদ্দিকী মুরতাদ, তাকে গ্রেপ্তার করতে হবে’

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Hefajotনিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘মুরতাদ’ আখ্যা দিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
একই সঙ্গে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে সরকারেরে কাছে দাবি জানানো হয়েছে। হেফাজত নেতারা তাকে তওবা করারও আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে বারিধারা জমিয়তে মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোছাইন কাসেমী এই দাবি জানান।
তিনি বলেন, হজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম একটি। কেউ হজ অস্বীকার করলে কিংবা হজ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলে তিনি মুসলমান থাকতে পারেন না। আব্দুল লতিফ সিদ্দিকী এ বিষয় নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। সুতরাং তিনি একজন মুরতাদ। তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে।
হজ, তাবলীগ জামাত ও মহানবী সম্পর্কে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকারম থেকে বিক্ষোভ মিছিল করবে হেফাজত।
নূর হোছাইন হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়ন করে মহানবী ও ইসলাম সম্পর্কে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের ঢাকা মহানগরীর সদস্য সচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক আহমদ আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব আহমদ আল কাশেমী প্রমুখ।