নিজস্ব প্রতিবেদক
হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বরখাস্ত ও শাস্তি দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ঢাকা দক্ষিণ ও উত্তরের শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ শাস্তির দাবি জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে আন্দোলনের মাধ্যমেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।’
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন চলমান। কখনো গতি বাড়বে কখনো কমবে। মোট কথা অবৈধ সরকারের আচরণের ওপর নির্ভর করবে আগামী দিনের আন্দোলন কর্মসূচি। এরশাদ সরকারও জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু পারেনি। আওয়ামী লীগ সরকারও পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। আর শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই এই সরকারের পতন নিশ্চিত করা হবে।’