নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানিয়েছে ছুন্নী আন্দোলন বাংলাদেশ। মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান সংগঠনের সভাপতি অধ্যাপক নুরে আলম সায়ীদ।
মঙ্গলবার ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে গত রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি তাবলীগ জামাত সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন। এ ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধনের আয়োজন করে ছুন্নী আন্দোলন।
সংগঠনের সভাপতি অধ্যাপক নুরে আলম সায়ীদ বলেন, ‘আল্লাহতালার মহান রাসূল ও হজ্বকে অবমাননা করে লতিফ সিদ্দিকী শুধু ইসলাম নয় স্বয়ং আল্লাহতায়ালা ও কুরআনুল কারিমকেও অস্বীকার করেছেন। আমরা তার শাস্তি ও মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’