নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আাদালতে এই মালাটি দায়ের করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিত্র।
গত ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেরে উদ্দেশে শেখ হাসিনাকে খুনী ও তার দল আওয়ামী লীগকে খুনীর দল বলায় এ মামলা করেন এসএম নূর-ই-আলম সিদ্দিক।
ওই সময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী নিজেই খুনী। তার দল আওয়ামী লীগ খুনের দল। শতশত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার আর পাক হানাদার বাহিনীর মধ্যে কোনো তপাৎ নেই।’
এমন সংবাদ পরের দিন পত্রিকায় প্রকাশ হয়। বাদী পত্রিকা পড়ে মির্জা ফখরুলের বক্তব্যে মারাত্মকভাবে হতবাক হন।
বাদী তার মামলায় উল্লেখ করেন, এ বক্তব্যের ফলে শেখ হাসিনার মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেই সঙ্গে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে খুনীর দল বলে মন্তব্য করায় অত্র মামলার বাদীর সংগঠন ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তার্জাতিকভাবে মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে বাদী তার মামলায় দাবি করেন।
এ জন্য বাদী দণ্ডবিধির ৪৯৯/৫০০ ধারায় বর্ণিত অপরাধে এই মামলাটি দায়ের করেছেন। সেই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুবিচার দাবি করেছেন বাদী।