ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১, ২০১৪ ৬:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সংসদ {focus_keyword} বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশনসংসদ প্রতিবেদক: আজ সোমবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত বিল উত্থাপন করা হবে।

অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পরিস্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে অধিবেশন কক্ষকেও। এ অধিবেশন কতদিন চলবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ বিকেল চারটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হবে।

এ অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনেত সংবিধান আইন(ষোড়শ সংশোধনী) ২০১৪সহ অর্ধ ডজন বিল উত্থাপন হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০১৪, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) বিল-২০১৪, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪, দ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (সংশোধনী) বিল ২০১৪, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বিল-২০১৪, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ গবেষণা বিল-২০১৪। এরমধ্যে বিচারপতিদের সংবিধান সংশোধনের বিলটি ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

এর আগে দশম জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশন ৩ জুলাই শেষ হয়। সে অধিবেশনটি ৩ জুন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে ছয়টি সরকারি বিল পাস করা হয়।