চট্টগ্রাম প্রতিনিধি
ঢাকায় ছাত্রলীগের সমাবেশ শেষে চট্টগ্রাম ফেরার পথে ট্রেনে দু’গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম মোস্তাফিজুর রহমান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন সাকিব গ্রুপের কর্মী ছিলেন। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়। তিনি বারআউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
গতকাল রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগদান শেষে তূর্ণা-নিশীথা ট্রেনে ফিরছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ট্রেনের ভেতর দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন সাকিব গ্রুপ ও সাবেক আহ্বায়ক আবদুল মালেক জনি (মৃত) গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছার পর সাকিব গ্রুপের মোস্তাফিজুর রহমানসহ চারজনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় অপর গ্রুপ। পরে নেতাকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মারা যান।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন সাকিব বলেন, ‘মোস্তাফিজুর রহমানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।’
এ ঘটনায় সাংগঠনিকসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম নেয়া হচ্ছিল।