নিজস্ব প্রতিবেদক : মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সস্তুষ্ট গণজাগরণ মঞ্চ। তবে রায় বাস্তবায়ন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে তাদরে মধ্যে।
রোববার রায়ের পর মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ডা. ইমরান বলেন, ‘রায় কার্যকর হওয়া পর্যন্ত আশঙ্কা থাকবে। কারণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছিল- সরকার ও জামায়াতের আঁতাতের মাধ্যমে রায় পরিবর্তন হতে পারে। কিন্তু এ রায়ে জনগণের আশঙ্কা দূর হয়েছে। এটা জনগণের প্রত্যাশিত রায়।’
তিনি বলেন, ‘আবারো প্রমাণিত হলো অপরাধীর চেয়েও ট্রাইব্যুনাল শক্তিশালী। তার জন্য আমরা এ রায় পেয়েছি। আপিল বিভাগের এ রায় অক্ষুণ্ণ থাকবে এবং রায় কার্যকর হবে বলে আমরা প্রত্যাশা করি।’
অপরদিকে কামাল পাশা নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের আরেক অংশ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আনন্দ মিছিল করেছে।
এছাড়া ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে এসে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, সরকার ও জামায়াতের আঁতাতের মাধ্যমে যুদ্ধাপরাধীরা একে একে পার পেয়ে যাবে এমন আশঙ্কা ও অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ। এজন্য প্রতিটি রায়ের দিনেই তারা সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেয়।