ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফের বৃহস্পতিবার সারাদেশে হরতাল

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

jamat-logo

নিজস্ব প্রতিবেদক : দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ায় ফের বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে, মীর কাশেম আলীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।
এছাড়া জামায়াত নেতাদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে ও মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ আটক নেতাদের মুক্তির দাবিতে ঘোষিত রবি ও সোমবারের শান্তিপূর্ণ হরতাল অব্যাহত থাকবে।
মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা এবং দলের নেতাদের মুক্তির জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান পালন করবে জামায়াত। সেই সঙ্গে মীর কাসেম আলীর বিরুদ্ধে দেয়া রায় ও সরকারের সীমাহীন ব্যর্থতায় গত শনিবার দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।