নিজস্ব প্রতিবেদক : দুদিনের বিরতি শেষে ফের দুদিনের টানা হরতাল শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে এ হরতাল চলছে। চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। রোববারের হরতালে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী এ হরতালের ডাক দেয়।
এর আগে প্রথম পর্বে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল পালন করে দলটি।
গত বুধবার মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ রায়ের পর গণমাধ্যমে বিবৃতি দিয়ে দুই দফায় ৭২ ঘণ্টা হরতালের ডাকা দেয় জামায়াত।
এদিকে রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে। গতকাল শনিরার তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে।
মীর কাসেম আলী দোষী সাব্যস্ত হলে ফের ৫ ও ৬ নভেম্বর হরতাল কর্মসূচির পরিকল্পনা রয়েছে জামায়াতের। ৪ নভেম্বর পবিত্র আশুরা হওয়ায় এদিন হরতাল দেয়া হচ্ছে না বলেও জামায়াত সূত্রে জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আর কোনো নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলে আগামী বৃহস্পতিবার থেকে দেশব্যাপী লাগাতার হরতাল হবে বলে হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান।
গতকাল শনিবার বিকেলে নাটোরের নবাব সিরাজ উদদৌলা কলেজ মাঠে আয়োজিত ২০ দলের জনসভায় বক্তৃতা দিয়ে গিয়ে এ হুমকি দেন তিনি। মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত চলছে। জামায়াতের নেতাদের খতম করার জন্যই কাদের মোল্লাকে খতম করা হয়েছে। গোলাম আযম শহীদ হয়েছেন। মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। দেশব্যাপী হরতাল চলছে। আর একটি রায় ঘোষণা হলে বৃহস্পতিবার থেকে লাগাতার হরতালের ডাক দেয়া হবে।’