ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আগুন দ্রুত ছড়িয়ে পড়া ‘রহস্যজনক’

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

BSEC1নিজস্ব প্রতিবেদক : শুক্রবার রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাদের মতে, ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে আবারো আগুন লাগার আশঙ্কা রয়েছে।
বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে ৫ সদস্যের তদন্ত কমিটি। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।
অগ্নিকাণ্ডের এই ঘটনাটি রাজনৈতিক দিকে মোড় নেয়ায় এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা। নাম গোপন রাখার শর্তে ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অস্বাভাবিক ছিল এই আগুনের ঘটনাটি। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি রহস্যজনক।’
তার মতে, আগুন লাগার সংবাদ পাওয়ার ৭ মিনিটের মধ্যে তেজগাঁও এবং ৯/১০ মিনিটের মধ্যে সদর দপ্তরের অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এতো দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পরও তারা দেখতে পান, ভবনটির ১১তলার চারদিকে আগুন জ্বলছে। ১১ তলায় আমার দেশ পত্রিকার কার্যালয়ে কোনো কেমিকেল জাতীয় পদার্থ না থাকায়, এতো দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কথা না বলে মন্তব্য তদন্ত কর্মকর্তাদেরও।
এ বিষয়ে তদন্তকারী কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (পরিকল্পনা কোষ) শেখ মিজানুর রহমান জানান, ৭ কার্যদিবসের ভেতর আমরা প্রতিবেদন জমা দেব। অগ্নিকাণ্ডের সবগুলো বিষয় নিয়েই কমিটি কাজ করছে। রোববারও কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া গেলে তদন্ত কাজ অনেকখানি এগিয়ে যাবে বলে জানান তিনি। তবে তদন্তনাধীন বিষয় বলে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন মিজানুর রহমান।
এদিকে বিএসইসি ভবনে দুটি টিভি চ্যানেল পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ কর্মকর্তারা। সরকারি ভবন হওয়ায় তারা কেউ নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
ভবনটিতে বর্তমানে আরটিভি ও এনটিভির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০০৭ সালে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই ভবনে আগুন লাগে। নিহত হয় তিনজন। টিভি চ্যানেল চালাতে অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে হয়। তাই ঝুঁকিপূর্ণ এই ভবনে আবারো যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তারা।
গেল শুক্রবার বিএসইসি ভবনের ১১ তলায় আগুন লাগে। ঘটনার পর অনেকেই এটিকে নাশকতা বলে মন্তব্য করেন। এই অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি করা হয় ফায়ার সার্ভিসের ডিডিপিসি শেখ মিজানুর রহমানকে।
অন্য সদস্যরা হলেন, উপ-সকহারী পরিচালক মাসুদ, ফায়ার সার্ভিসের তেজগাঁও ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার তানাহারুল ইসলাম, ওয়্যার হাউজ ইন্সপেক্টর (তেজগাঁও) সাইদুল আলম এবং মোহাম্মদপুর ষ্টেশনের ষ্টেশন অফিসার হাসিব।