নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সদ্যবিবাহিত এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
রোববার দুপুরে জেলার দেবীদ্বার উপজেলার পান্নার পুল এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল ভূঞা (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাড়াইগ্রামের দুলাল মেম্বারের ছেলে। রাসেল রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন (কং নং- ১০৮৯)। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেলে করে সকালে কুমিল্লার দেবীদ্বার যাচ্ছিলেন রাসেল। দুপুরে পান্নার পুল এলাকায় পৌঁছিলে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল ভূইয়ার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
পরিবার সূত্র জানায়, রাসেল ছুটিতে এসে গত ২৪ অক্টোবর বিয়ে করেন। বিয়ের মাত্র ৯ দিনের মাথায় নববিবাহিত রাসেলের মৃত্যু কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেন না। ঘটনা শোনার পর থেকে বার মূর্চ্ছা যাচ্ছেন নববধূ।
রাসেলের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে দেবীদ্বার থানা পুলিশ।