
ফাইল ফট
ফেনী প্রতিনিধি : ফুলগাজী উপজেলা জাসাস সভাপতি এবং আনন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রসুল গোলাপকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে জাসাস।
রোববার বিকেলে ফুলগাজী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী আগামী বুধবার ফুলগাজী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
এর আগে দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ২৫ টি মামলা রয়েছে।