নিজস্ব প্রতিবেদক : ‘মীর কাসেম ষড়যন্ত্রকারী এবং খুনী। নৃশংসভাবে নিরস্ত্র মানুষকে খুন করার রক্ত যার হাতে লেগে আছে সেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আমরা সেইসব দিন পার করে এসে আজকে তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। আমরা এ রায় বাস্তবায়নের জন্য যতটুকু চেষ্টা করা দরকার সবটুকুই করবো।’
রোববার মীর কাসেম আলীর বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
রায় বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিচারবিভাগ স্বাধীন। আমি প্রসিকিউশনের যে বক্তব্য শুনেছি তাতে আমি এটুকু আঁচ করতে পেরেছি যে, এই মামলায় মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশন যথেষ্ট শক্ত ভিত্তিতে এ সাজা আদায় করেছে। সেক্ষেত্রে আমি বলবো প্রসিকিউশন যে সাজা আদায়ের চেষ্টা করেছে এর ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেলের অফিস প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’