ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

Comillaডেস্ক রিপোর্ট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ে আওয়ামী লীগ শিবিরে আনন্দের বন্যা বইছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি ও এর সহযোগী সংগঠনগুলো।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই দেশের বেশ কয়েকটি জেলায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। এ সময় রায়ে সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণও করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল: মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে আনন্দ মিছিল বের করে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
এ সময় সংগঠনের সভাপতি শান্তি দাস বলেন, ‘কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর রায়ে দেশের মানুষ খুশি হয়েছে। তবে দ্রুত রায় কার্যকর হলে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো এবং স্বজনরা স্বস্তি পাবেন।’
ব্রাহ্মণবাড়িয়া: মীর কাসেম আলীকে ফাঁসির রায়ে আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবলীগ।
রোববার দুপুরে উপজেলা যুবলীগের আহ্বাবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকারের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত সবাইকে যুবলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
কুমিল্লা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশে কুমিল্লায় আনন্দ মিছল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।
রোববার দুপুরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এবং ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও যুবলীগ নেতা রিন্টুর নেতৃত্বে টাউন হলের সামনে থেকে পৃথক দুটি আনন্দ মিছিল বের করা হয়।
গাজীপুর: ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবলীগ।
রোববার দুপুরে গাজীপুরের মৌচাক এলাকায় স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া টঙ্গী ও চান্দনা চৌরাস্তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
কুড়িগ্রাম: মীর কাশেম আলীর ফাঁসির রায়ে আনন্দ মিছিল থেকে বাদ পড়েনি কুড়িগ্রাম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
রোববার দুপুরে রায় ঘোষণার পরপরই শহরের ত্রিমোহনী বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মেহেরপুর: মীর কাশেমের রায়ে উল্লাস করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
পাবনা: রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
এছাড়াও রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে পাবনার মুক্তিযোদ্ধারা।