চবি প্রতিনিধি : চবি চবির ‘বি-১’ ইউনিটে ৮১ শতাংশই ফেলচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বি.এ সম্মান ভর্তি পরীক্ষার ‘বি-১’ ইউনিটে ফেল করেছে ৮১ শতাংশ শিক্ষার্থী। রোববার এ ফলাফল প্রকাশ করা হয়।
চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের ডীন ড. মোহাম্মদ সেকান্দও চৌধুরী জানান, বি-১ ইউনিটের ফলাফলে ১৯.৭৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে অর্থাৎ এই ইউনিটে ফেল করেছে ৮১ শতাংশ শিক্ষার্থী। বি-১ ইউনিটে মোট ২৮ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী আবেদন পত্র জমা করে। এদের মধ্য ২৪ হাজার ১০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বি-১ ইউনিটে উপস্থিতির হার ছিল ৮৩ শতাংশ এবং পাসের হার ১৯ দশমিক ৭৮শতাংশ।
এর আগে শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, বি-১ ইউনিটের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৯ ও ২০ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রথম দিন ৯১.৮০ থেকে ৭৩.৭৬ পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭৩.৭৫ থেকে ৭১.৭৯ পর্যন্ত নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সক্ষাৎকার নেয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে।