ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এ মাসেই চিৎকারের চিৎকার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

chitkar-6বিনোদন ডেস্ক : ঢাকার টিএসসি, রাজু ভাস্কর্য, হাকিম চত্ত্বরে গানের দল চিৎকারের গান শুনেননি এমন মানুষ খুবই কম। শুধু ঢাকা নয়, জেলা এবং বিভাগীয় শহরগুলোতেও গত প্রায় ১০ বছর যাবৎ মানুষকে গান শুনিয়ে আসছে এই তারুণ্যে ঠাসা ব্যান্ডটি।
শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল মানুষের কানে তাদের গানগুলো পৌঁছে দেওয়া। আর এ ফাঁকে নিজেদেরও আরো একটু বেশি সান দেওয়া। ফলে টেলিভিশন এবং রেডিও অনুষ্ঠানে তারা নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান করে আসছেন।
এতদিন ধরে এই ব্যান্ডটির সদস্যদের যে প্রশ্নটির উত্তর সবচে বেশি দিতে হয়েছে তা হলো,  আপনাদের অ্যালবাম কবে আসছে? সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া গেল অবশেষে। এ মাসেই বাজারে আসছে চিৎকার ব্যান্ডের প্রথম অ্যালবাম।
ব্যান্ডটির ভোকাল ও মন্দিরা বাদক পদ্ম বাংলামেইলকে বলেন, `এখন পর্যন্ত অ্যালবামের নাম চিৎকারই আছে। পরিবর্তনও হতে পারে। আমরা অ্যালবামটি একক কোন কোম্পানির কাছে দিচ্ছি না। আমাদের গানগুলো অনলাইনে প্রকাশ করা হবে। আবার ফোন কোম্পানিগুলোর মাধ্যমেও আমাদের গান শুনতে পাওয়া যাবে। এছাড়া আমরা নিজেরাই সিডি আকারে অ্যালবামগুলো বাজারে ছাড়বো।’ দশ বছর পর অ্যালবাম কেন? এ প্রশ্নের জবাবে পদ্ম বলেন, `আমরা আগে নিজেদের তৈরি করতে চেয়েছি। বুঝতেে চেয়েছি আমাদের গানগুলো মানুষ কিভাবে গ্রহণ করে। সব সময়ই আমরা শ্রোতাদের গুরুত্ব দিয়েছি। আর দেখতে চেয়েছিলাম অ্যালবাম না করে শুধুমাত্র লাইভ গান করে কতদূর যাওয়া যায়।’
এ অ্যালবামে গান থাকছে নয়টি। যত দূর যেতে চাও, নদীর মত চলি, এখন ভাঙ্গচুরের সময়, রাত যায়, হাতে হাত, বৃষ্টি আসছে, একা একা দিন এবং হাট্টি মাটিম শিরোনামের গানগুলো লিখেছেন ও সুর করেছেন পদ্ম।
অ্যালবামের সাউন্ড ও মিউজিক করেছেন চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল।  চিৎকারের বর্তমান লাইনআপ হচ্ছে, গিটারে আছেন অতনু, রাব্বি, সজিব, বেজ গিটারে শুভ, ড্রামে তুহিন এবং ভোকাল ও মন্দিরায় পদ্ম।