ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এ কেমন শত্রুতা!

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

jessore-tree-picযশোর প্রতিনিধি : দীর্ঘ দিন শ্রম দিয়ে কয়েক প্রকার ফল গাছের বাগান করেছিলেন সদর উপজেলার আসাদ। ভালো ফলনও পাচ্ছিলেন। চলতি মওসুমেও প্রায় লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশা করেছিলেন। কিন্তু সে আশা পূরণ হওয়ার আগেই দুর্বৃত্তরা তার বাগানের ছোট-বড় গাছগুলো কেটে ফেলে আশাকে হতাশায় পরিণত করে দিল।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের বিশ্বাসপাড়ায়। যেখানে শনিবার রাতে আসাদুজ্জামান বিশ্বাস আসাদ নামের ওই ব্যক্তির শতাধিক ফলের গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
বাগানটিতে ছিল- আম, লিচু, সফেদা ও বাতাবি লেবু গাছ। তবে দুর্বত্তদের চিহ্নিত করতে পারেননি বাগানের মালিক।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক আসাদুজ্জামান বিশ্বাস আসাদ জানান, তার বাগানে দেড় বিঘা জমিতে আম, লিচু, সফেদা ও বাতাবি লেবু গাছ রয়েছে। প্রতি বছর এ বাগান থেকে লাখ টাকার ফল বিক্রি করা হয়। আগামি মওসুমেও ভাল ফলনের প্রত্যাশা ছিল তার। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানের অন্তত ৮৬টি আম, লিচু, সফেদা গাছ উপড়ে ও কেটে ফেলেছে। এছাড়া আরও অন্তত ২০টি গাছের মাঝখান থেকে ভেঙে দেয়া হয়েছে।
তিনি জানান, রোববার সকালে বাগানের এই বেহাল অবস্থা দেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনজুরুল হক, ইউপি সদস্য আহমেদ উল্লাহসহ নেতৃস্থানীয়দের বিষয়টি জানান। তারা বাগান পরিদর্শন করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’