গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার রাকিবুল ইসলাম রাকিব (৪১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে…….রাজিউন)।
শনিবার রাত ৩ টায় ঢাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
রোববার মাগরিব নামাজের পর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে জানাজা শেষে শহরের গেট পাড়ার পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন হয়।
তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।
গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগকথা’র সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাকিবুল ইসলাম রাকিব স্কুল জীবন থেকেই গোপালগঞ্জে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি হন। এছাড়াও তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ সংসদের নির্বাচিত জিএস ছিলেন। নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনে গোপালগঞ্জে তার বিশেষ ভূমিকা ছিলো। ২১ আগস্ট গ্রেনেট হামলায় রাকিবুল ইসলাম রাকিব গুরুতর আহত হয়।